নিউজ মিডিয়া ২৪: গাজীপুর : ঈদে ঘুরতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় বিলের পানিতে একটি নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে বলে জানা গেছে।
স্থানীয় এক ব্যবসায়ী গণমাধ্যমকে জানান, বিকেলে ওই এলাকার বিলের পানিতে নৌকায় করে নয়জন মিলে ঘুরছিলো। হঠাৎ নৌকাটি বিলের পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওই ব্যবসায়ী।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।