নিউজ মিডিয়া ২৪: ঢাকা: ঈদ যাত্রার চতুর্থ দিনে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে নেমেছে মানুষের ঢল।
বুধবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে ভিড় করেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দ ছিল তাদের চোখে মুখে।
একই চিত্র দেখা গেছে সদরঘাটের লঞ্চ টার্মিনালগুলোতেও। অন্য বছরের তুলনায় ব্যবস্থাপনা ভালো হওয়ায় কোনো ভোগান্তি ছাড়াই নৌপথে বাড়ি ফিরছেন মানুষ।