নিউজ মিডিয়া ২৪: ঢাকা : রাজধানীর উত্তরা ২ নম্বর সেক্টরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছে। তার পরনে ছিলো ছাই রঙের ফুল প্যান্ট। আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, উত্তরা ২ নম্বর সেক্টরে এপিবিএন পুলিশ হেডকোয়াটারের ১নম্বর গেটের সামনের রাস্তায় কোন যানবাহনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলো ওই ব্যাক্তি। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখনে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো জানান, অজ্ঞাতনামা ওই ব্যাক্তির পরনে ছিলো ছাই রঙের ফুল প্যান্ট। ধারণা করা হচ্ছে কোন বাস বা ট্রাক চাপায় তার মাথা থেতলে গেছে। তাকে দেখে মনে হচ্ছে সে কোন গ্যারেজে কাজ করে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।