ঢাকা (৩ মার্চ, ২০২১) : করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৫ ফেব্রুয়ারি প্রায় এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে স্ত্রী রাহাত আরাকে নিয়ে দেশে ফিরেন বিএনপি মহাসচিব।
ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেগষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
সোমবার (১ মার্চ) উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে সস্ত্রীক টিকা নেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে মির্জা ফখরুল নিজে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে আমি এবং আমার স্ত্রী করোনার টিকা নিয়েছি।