নিউজ মিডিয়া ২৪: ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ৩টি মামলা আগামীকাল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। মামলা তিনটি শুনানির কার্যতালিকার ৬৪, ৬৫ নম্বরে রাখা হয়েছে।
রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান শীর্ষনিউজকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার কুমিল্লার দুই ও নড়াইলের একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালতের অনুমতি নিয়ে পৃথক এ তিন মামলায় আবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের ১৫ নম্বর কোর্টে আবেদন তিনটি শুনানির জন্য আগামীকাল কার্যতালিকায় রাখা হয়।