ঢাকা (২ অক্টোবর, ২০২০) : চোখের ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
গাজী তৌহিদুল ইসলাম জানান, আগামী ১৬ অক্টোবর অর্থমন্ত্রী দেশে ফিরবেন।
শুক্রবার (২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।