চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানিতে গিয়ে পদদলিত হয়ে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নগরের রিমা কমিউনিটি সেন্টারে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে দুপুরে ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন জুয়েল শীল।
পদদলনে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হুড়োহুড়িতে জুতা রেখে যে যার মতো প্রাণ বাঁচাতে ছুটেছেন। এভাবে পড়ে আছে জুতাগুলো।
দুর্ঘটনার খবর শুনে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর ভয়-আতঙ্কে এক শিশুর কান্না।