নিউজ মিডিয়া ২৪: ঢাকা : রাজধানীর পল্টনে দৈনিক বাংলা মোড়ের পাশে কালভার্ট রোডে অবস্থিত ডিআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার দুপুর পৌণে তিনটার দিকে সূত্রপাত হওয়া এ আগুন নিয়ন্ত্রণে আসে বিকাল পৌণে চারটার দিকে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির ১২ তলায় ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।
এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল আহমেদ জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে তাদের ৯টি ইউনিট কাজ করছে।
