আগামী ৮, ৯ ও ১০ মহররম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইমামবাড়া গুলোতে সীমিত পরিসরে শুধু ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারণে এ বছর আশুরার তাজিয়া (শোক মিছিল) স্থগিত করেছে বাংলাদেশের শিয়া সম্প্রদায়।
এমন সিদ্ধান্ত নেওয়ায় শিয়া সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার মেয়রের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেহেতু সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে পবিত্র আশুরা পালিত হচ্ছে তাই শিশু ও ষাটোর্ধ্ব এবং অসুস্থ ব্যক্তিদের সীমিত পরিসরের এই আয়োজনেও অংশগ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি মেয়র।
ধন্যবাদ জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে মানুষের সামগ্রিক কল্যাণ। তাই ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষাকে হৃদঙ্গম করার মাধ্যমে শিয়া মুসলিম সম্প্রদায় এ বছর তাজিয়া না করার যে সিদ্ধান্ত নিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ স্বত্ত্বা হিসেবে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ প্রদর্শনের বৃহত্তম পরিচায়ক এবং জনগণ তথা দেশের প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ আচরণের বহিঃপ্রকাশ।’
