নিউজ মিডিয়া ২৪: ঢাকা : ঢাকা-১০ আসনের (ধানমন্ডি-হাজারীবাগ-কলাবাগান-নিউমার্কেট) উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র নেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানমন্ডি থানা বিএনপির সভাপতি রবিউল ইসলাম রবি।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুনীর হোসেন জানান, ঢাকা-১০ আসনে রবিউল ইসলাম রবি দলের মনোনয়নপত্র কিনেছেন। শুক্রবারও মনোনয়নপত্র কেনা যাবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান। তবে এবার এ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নে পরিবর্তন আসছে। কারণ আবদুল মান্নান বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না।
এ আসনে তার জামাই ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম মনোনয়নপত্র কিনতে পারেন।
একাদশ সংসদ নির্বাচনে রবি প্রার্থী তালিকায় ছিলেন। কিন্তু নির্বাচনের আগে গ্রেপ্তার হওয়ায় আর প্রার্থী হতে পারেননি।
