ঢাকা (০৯ অক্টোবর ২০২০): বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ৭১ পাবনা-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ নুরুজ্জামান বিশ্বাস’কে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে মোঃ নুরুজ্জামান বিশ্বাস এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ২ এপ্রিল, ২০২০ তারিখে পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ এর মৃত্যুজনিত কারণে ২৬ সেপ্টেম্বর, ২০২০ তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি উপস্থিত ছিলেন। এ সময় নব-নির্বাচিত সংসদ সদস্যের সহধর্মিণী মোসাম্মৎ রোকেয়া জামান উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।