ঢাকা (২৩ ডিসেম্বর, ২০২০) : চাকরির মেয়াদ শেষ হওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে অবসরে পাঠিয়েছে সরকার।
এখন পর্যন্ত নতুন করে কাউকে মুখ্য সচিব নিয়োগ দেওয়া হয়নি। প্রশাসন ক্যাডারের ৮৪, ৮৫ এবং ৮৬ ব্যাচের মধ্য থেকে সরকারের বিশ্বস্ত কাউকে মুখ্য সচিব নিয়োগ দেওয়া হতে পারে বলে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।
সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে তাকে অবসর প্রদান করে বুধবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে আগামী ১ জানুয়ারি থেকে তাকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) প্রদান করা হয়েছে।
ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়ে গত বছর ২৯ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি প্রায় এক বছর এই পদে দায়িত্ব পালন করলেন।