ঢাকা (১৮ সেপ্টেম্বর, ২০২০) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী রন্টি দাস।
‘মুজিব বাংলাদেশ’ শিরোনামের গানটি রচনাও করেছেন রন্টি। সুর করেছেন তার স্বামী। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গানটি নিয়ে উচ্ছ্বসিত রন্টি দাস। এ শিল্পী বলেন—মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর পৃষ্ঠপোষকতার জন্য গানটি করতে পেরেছি। করোনা সংকটের কারণে এতদিন গানটি প্রকাশ করা হয়নি। আগামী ডিসেম্বরে ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। আমার বিশ্বাস এ গান মুজিববর্ষের অন্যতম গান হবে।