নিউজ মিডিয়া ২৪: ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৭টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি কামনা করা হয়।
বায়তুল মোকাররমের প্রথম জামাতেই ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে। সকাল ৮টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম ইমামতি করেন।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান ইমামতি করেন। চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। এতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমামতি করেন।
পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় বেলা পৌনে ১১টায়। ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ড. মাওলানা মুশতাক আহমাদ।
