নিউজ মিডিয়া ২৪: ডেস্ক: ভারতে দলিতদের ধর্মঘট বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। গতকালও দেশটিতে বিক্ষোভ করেছে দলিত সম্প্রদায়। বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সহিংসতায় বিহারে ১২ জন আহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনেক জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা।
গত ২০ মার্চ সুপ্রিম কোর্টের এক রায়কে কেন্দ্র করে বিক্ষোভে নামে দলিতরা। ২ এপ্রিলের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হয়। এরপর আদালত রায়টি পুনর্বিবেচনার আশ্বাস দেয়। কিন্তু তারপরও বিক্ষোভ থামেনি। এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও ঝাড়খণ্ডেও সহিংসতার ঘটনা ঘটেছে। – এনডিটিভি
