নিউজ মিডিয়া ২৪:গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি দলীয় প্রার্থী হাসান উদ্দিন সরকার তার প্রতিক্রিয়ায় বলেছেন, গাজীপুরের ভোটাররা আমাকে প্রত্যাখ্যান করেনি। বরং সরকার ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
আজ বুধবার টঙ্গীতে তার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হাসান উদ্দিন সরকার বলেন, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার না করার জন্য রুল জারি করেছিলেন হাইকোর্ট। কিন্তু তারপারও আমার কর্মীদের গণগ্রেফতার করা হয়েছে।
এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
উল্লেখ্য, মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ৪ লাখ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল এ তথ্য জানান।
তিনি বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে। বাকি ৪১৬টি কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে আমাদের হাতে পৌঁছেছে। সকল তথ্য অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম দুই লাখ দুই হাজার ৩৯৯ ভোটে বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
