নিউজ মিডিয়া ২৪: মামলা আর জেলের ভয় দেখিয়ে লাভ হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘অন্যায় না করেও জেলে ঢুকানো হলে জনগণ মানবে না।’
বুধবার (১৬ ডিসেম্বর) বরিশালের ফজলুল হক অ্যাভিনিউতে বিজয় দিবস উপলক্ষে সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় ফয়জুল করীম বলেন, জেল এবং মামলার ভয় তারা পান না। কোথায় পালিয়ে যাবেন না তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিানাকে সতর্ক থাকতে পরামর্শ দিয়ে ফয়জুল করীম বলেন, ‘চীনের দিকে ঝুঁকে পড়ার কারণে মোদী সরকার সহ্য করতে পারছেনা। বঙ্গবন্ধু গান্ধীর কথা অমান্য করায় ১৫ আগস্টের ঘটনা হয়েছিলো বলে দাবি করেন তিনি।
বরিশাল মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলার সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের। সমাবেশে বক্তৃতা দেন হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মহানগর সেক্রেটারি জাকারিয়া হামিদী প্রমুখ।