নিউজ মিডিয়া ২৪: ঢাকা: রাজধানীর মালিবাগে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। মঙ্গলবার (১৫ মে) রাত ৮টা ৪০ মিনিটে মালিবাগ চৌধুরী পাড়ার আবুল হোটেলের বিপরীতে ওই ছয়তলা ভবনের কারখানাটির চারতলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আবুল হোটেলের বিপরীতে ওই কারখানার ছয়তলা ভবনের চারতলায় আগুন লেগেছে। সেখানে আগুন নেভাতে কাজ চলছে।