নিউজ মিডিয়া ২৪: ডেস্ক : দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচে রাশিয়ার সামারায় প্রথমার্ধে ব্রাজিলকে আটকে দেয় মেক্সিকো। কোন দল গোল করতে না পারায় গোল শূন্য সমতায় প্রথমার্ধ শেষ হয়।কিন্তু দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ম্যাচের ৮৮ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ফিরমিনো। বাকী সময় কোনো গোল না হওয়ায় রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো মেক্সিকোকে। আর কোয়াটারফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। মেক্সিকো সর্বশেষ ১৯৮৬ সালে শেষ আটে উঠেছিল।
