ঢাকা, (৪ অক্টোবর, ২০২০) : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় টার্গেট ফাইন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোববার (০৪ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি টার্গেট ফাইন পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক। তিনি বলেন, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি টার্গেট ফাইন পোশাক কারখানায় আগুন লাগে।
কারখানার সুতার গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। খবর পেয়ে মুক্তাগাছার তাড়াটি ফায়ার সার্ভিস ও নান্দাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কি কারণে আগুন লেগেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক।