নিউজ মিডিয়া ২৪: ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
শুক্রবার বিকেল পৌনে ৪ টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কে তারাকান্দা উপজেলার কাকনি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহন বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
