ঢাকা (৩১ আগস্ট, ২০২০) : প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি ফেনীর কৃতি সন্তান ড. ফেরদৌস আহমেদ কোরেশী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার বিকালে তিনি ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবে ড. কোরেশীর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর যোহরের নামাজের পর ফেনীতে নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ড. কোরেশীর ইন্তেকালে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও আত্বীয় স্বজনের প্রতি সমবেদনা জানান।
দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ড. কোরেশী প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান এবং দেশবাংলা পত্রিকার সম্পাদক এবং ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র অন্যতম উপদেষ্টা ছিলেন। তার গ্রামের বাড়ী জেলার দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের বাসুদেব পুর গ্রামে।
