বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম: যুগের পর যুগ ধরে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে মুক্তি পেতে স্বাধীনতা সংগ্রাম, ত্রিশ লাখ তাজা প্রাণ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পথচলা। সেই বাংলাদেশ মাথা ঘুরে দাঁড়িয়ে এখন বিশ্বসভায় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা লাভ করেছে। দীর্ঘ পথ পরিক্রমার পর এই অর্জন পুরো দেশে বয়ে এনেছে আনন্দের জোয়ার।
সেই আনন্দই যেন রঙিন আলোয় নৃত্য করলো ঢাকার আকাশে। বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কৃতি মন্ত্রণালয়ের আনন্দ-উদযাপন অনুষ্ঠানের এক পর্যায়ে আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। এসময় গ্যালারিতে ছিল তুমুল করতালি।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) সারি থেকে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে বিশ্বসভায় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে এ আনন্দ-উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
![]() |
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম: যুগের পর যুগ ধরে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে মুক্তি পেতে স্বাধীনতা সংগ্রাম, ত্রিশ লাখ তাজা প্রাণ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পথচলা। সেই বাংলাদেশ মাথা ঘুরে দাঁড়িয়ে এখন বিশ্বসভায় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা লাভ করেছে। দীর্ঘ পথ পরিক্রমার পর এই অর্জন পুরো দেশে বয়ে এনেছে আনন্দের জোয়ার।
সেই আনন্দই যেন রঙিন আলোয় নৃত্য করলো ঢাকার আকাশে। বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কৃতি মন্ত্রণালয়ের আনন্দ-উদযাপন অনুষ্ঠানের এক পর্যায়ে আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। এসময় গ্যালারিতে ছিল তুমুল করতালি।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) সারি থেকে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে বিশ্বসভায় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে এ আনন্দ-উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিকেল সাড়ে ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে প্রথমেই সমবেত সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা। এরপর মঞ্চে নৃত্যনাট্য নিয়ে হাজির হন বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা।
তারপর বাউল সংগীতে সমবেত পরিবেশনা নিয়ে আসেন বেশ ক’জন বাউলশিল্পী। সঙ্গে নৃত্যের তালে তালে উপস্থিত গ্যালারির দর্শকদের মাতিয়ে তোলেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।