ঢাকা (৪ সেপ্টেম্বর, ২০২০) : বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতির পর এসব কর্মকর্তাকে পদায়ন না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি বা জ্যেষ্ঠতা কার্যকর করার ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির আগে কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। তবে ইতিমধ্যে প্রাপ্ত সুবিধা বহাল থাকবে।
যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়াদের মধ্য থেকে বৃহস্পতিবার ২৩ জনকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হল। পদোন্নতিপ্রাপ্তদের ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে ২০১৯ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হয়েছে।
বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার ২২০ জন কর্মকর্তাকে গত মঙ্গলবার উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরদিন বুধবার ১৩৪ জনকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
