নিউজ মিডিয়া ২৪: ঢাকা: আজ রোববার প্রশাসনে অতিরিক্ত ও যুগ্মসচিব পদে বেশকিছু রদবদল হয়েছে। বিসিক’র পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইফতেখারুল ইসলাম খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক বেগম সীমা সাহা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক, বিসিকের পরিচালক মোহাঃ রেজাউল করিম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সদস্য, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) উৎপল কুমার দাস এবং রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মো. মোস্তাক হাসান এনডিসি স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন।
এদিকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাফায়েত হোসেন পাওয়ার গ্রিড কোম্পানি লি. এর নির্বাহি পরিচালক, উপ-ভূমি সংস্কার কমিশনার (যুগ্মসচিব) মো. গোলাম মওলা বাংলাদেশ চা বোর্ডের সদস্য, হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব রঞ্জিত কুমার দাস মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত মো. মাহবুবুল ইসলাম বিসিআইসি’র পরিচালক, পরিবেশ অধিদফতরের পরিচালক মো. আলতাফ হোসেন চৌধুরী বিপিসির পরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলির আদেশাধীন মো. শাহ আলম সরদার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবুর রহমান বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক দীল মোহাম্মদ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম সেলিনা সুলতানা ট্যারিফ কমিশনের সদস্য, বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম বিপিসির পরিচালক, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত ডা. মো. আব্দুল করিম বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চলে গবাদি পশুর জাত উন্নয়ন প্রকল্পের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শাহ মোহাম্মদ সানাউল হক জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত এহসানুল পারভেজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সংযুক্ত, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব পদে বদলির আদেশাধীন মো. নায়েব আলী ম-ল পানি সম্পদ বিভাগের যুগ্মসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ মহসীন চৌধুরী জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত মুহাম্মদ তাইয়েবুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
