নিউজ মিডিয়া ২৪: গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড় এলাকার ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।
নিহত হুমায়ূন আহম্মেদ (২৪) সদরের মনিপুর নয়াপাড়া এলাকার মোছলেম উদ্দিনের ছেলে। করেছেন।
তিনি ফুয়াং কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে ফুয়াং কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো.অহিদুজ্জামান জানান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইন্সপেক্টর অহিদুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বাইসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন হুমায়ূন। পথে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
