নিউজ মিডিয়া ২৪: ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রীদের ওপর নির্যাতনের অভিযোগে নিজ দল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগের গঠন করা তদন্ত কমিটির তদন্তে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
শুক্রবার বেলা ১১ টার দিকে জাকির হোসেন তার ফেসবুকে এই প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেন।
তবে, কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক গঠিত এই তদন্ত কমিটিকে বিতর্কিত বলে অনেকে মন্তব্য করেছেন। এই কমিটির সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ।
গত ৬ ফেব্রুয়ারি মাদক ব্যবসা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে আসে এই নেত্রীর নাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীদের ৩৮ জনের একটি তালিকার উল্লেখ দিয়ে বলা হয় এর মধ্যে রয়েছে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ২০ জন নেতাকর্মীর নাম। এর মধ্যে রয়েছে ছাত্রলীগ নেত্রী নদী।
ছাত্রী নির্যাতনকারী এশাকে নির্দোষ প্রমাণ করতেই কমিটিতে মাদক ব্যবসায় জড়িত নিশীতা ইকবাল নদীকে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।