ঢাকা (১৩ মার্চ, ২০২১): ড. মো. সুলতান আলীর লেখা ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব‘ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
ডেপুটি স্পিকার বলেন, ‘লেখক ড. মো. সুলতান আলী ছয় বছর ধরে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের লাইব্রেরিতে গবেষণা করে বইটি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল কোথায়, সেটাই তিনি বইয়ে প্রকাশ করেছেন। এরকম বই বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই।’
তিনি আরও বলেন, ‘তাৎপর্যপূর্ণ এ বইয়ের কিছু কপি সংসদ লাইব্রেরিতে রাখা হবে। বাঙালি লেখক, পাঠকসহ ভবিষ্যৎ প্রজন্ম বইটি থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন।’
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ড. মো. সুলতান আলীসহ গণ্যমান্য ব্যক্তি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১২ মার্চ) সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে ওই বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।