নিউজ মিডিয়া ২৪: চাঁদপুর: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গতকাল শনিবার আকস্মিকভাবে নিজ শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। গতকাল শনিবার সকাল ১১টায় তিনি এ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে যান এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে এ বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন।
তাঁর সাথে আরও ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম পিপিএম, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, অধ্যক্ষ মোশারেফ হোসেন, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, সাবেক সিনিয়র শিক্ষক শেখ আবদুল হাই, সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ খান, মৈশাদী ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মিজি, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ সেলিম খান, মোঃ মানিক খান, মোঃ আনোয়ার হোসেন খান, মোঃ ফখরুল ইসলাম রিপন মিজি, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন শেখসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকম-লী।