নিউজ মিডিয়া ২৪: ডেস্ক : ২০০৯ সালে লাহোরে শ্রীলংকান ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সফরে যাচ্ছে না কোনো ক্রিকেট দল। সেই হামলার পর থেকে পাকিস্তানে ক্রিকেট ফেরাতে অনেক চেষ্টা করে যাচ্ছে পিসিবি। নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সত্ত্বেও পাকিস্তান সফরে যেতে চাচ্ছেন না কোনো ক্রিকেটার।তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস বলেছেন, পাকিস্তান সফরে কোন সমস্যা নেই। পাকিস্তানে আসতে পেরে আমি খুব খুশি। অনেকেই এখনও মনে করেন, পাকিস্তান আদৌ নিরাপদ নয়। অনেকেই তাই এদেশে ক্রিকেট খেলতে আসতে চান না। আশা করব, পিএসএল ফাইনাল তাদের এই ভুলটা ভেঙে দেবে। বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছে দেবে যে, করাচি এবং পুরো পাকিস্তানই এখন নিরাপদ এবং যথেষ্ট ভাল জায়গা।
পাকিস্তান সুপার লিগের ফাইনালের জন্য রিচার্ডস এখন করাচিতে। তিনি মনে করছেন, পিএসএল ফাইনাল মারফত গোটা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যাবে যে, পাকিস্তান এখন ক্রিকেটের জন্য সম্পূর্ণ নিরাপদ।