নিজস্ব প্রতিবদেন : দৈনিক কালবেলা পত্রিকার ফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য একরামুল হোসেন পারভেজ পাটোয়ারী (৩৬) দির্ঘ্যদিন যাবৎ পাইলস,লিভার,ও পোস্ট্রেড আক্রান্ত হয়ে প্রায় দুই বছর যাবৎ রাজধানী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে কোন প্র্রতিকার না পওয়ায় বর্তমানে কলকাতা বিরালা সি এমরাই হাসপাতালে চিকিৎসা যাবেন। অসুস্ত পারভেজ দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন ।