নিউজ মিডিয়া ২৪: কামরুল হাসান রনি :ফরিদগঞ্জ থেকে কামাল উদ্দিন ওরফে শিপন (৩৮) নামে এক যুবককে ১২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। চাঁদপুর ডিবি পুলিশের এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স সোমবার রাতে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের সরখাল গ্রামের খান বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।গ্রেপ্তারকৃত ব্যাক্তির নামে ওই রাতেই ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শিপনকে চাঁদপুর নিয়ে যায় ডিবি পুলিশ । ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম গ্রেফতারের বিষয়টি নিণ্ডিত করেছেন।
