নিউজ মিডিয়া ২৪:ঢাকা: জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা সমাবেশ করতে পারেন নি। পুলিশের বাধার মুখে সকাল থেকে তারা শহীদ মিনার ছেড়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হলেও সেখানেও পুলিশ বাধা দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। এদিকে গতরাতে আটক অধ্যক্ষ আসাদুল হককে মধ্যরাতে পুলিশ ছেড়ে দিয়েছে।
এদিকে শিক্ষক নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী শিক্ষকদের জেলায় জেলায় বাধা দেয়া হচ্ছে। ঢাকায় আগত শিক্ষকদের ভাড়া করা বাসগুলোকে বিভিন্ন স্থানে আটকে দিচ্ছে পুলিশ।
