নিউজ মিডিয়া ২৪: ঢাকা : রাজধানীর রায়েরবাগ হাশেম খান রোডে যাত্রীবাহী বাস ধাক্কায় মিতুয়া (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মা শিরিন বেগম (৩৫)।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিতুয়াকে রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আল আমিন নামের এক যুবক শীর্ষনিউজকে জানান, রায়েরবাগ হাশেম খান রোডের কালভার্ডের উপর পায়ে হেটে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জ গামী হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কায় আহত হয় মিতুয়া ও তার মা শিরিন।
নিহত মিতুয়ার ছোট বোন মিথীলা (৯) জানায়, আজ তার আর দুই বোন অন্তরা ও মিতুয়া সহ মা শিরিন বেগম ও বাবা মিজানুর রহমান মিলন নারায়ণগঞ্জ ধলেশ্বর এলাকায় মিথীলার মামা সুমনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাতে লেগুনা করে তাদের বাসা রায়েরবাগ খানকাশরীফ রোডে ফিরছিলো। হাশেম খান রোডে লেগুনা থেকে নেমে তারা ৫জন রাস্তা পার হচ্ছিলো। এসময় বাসটি তার বোন মিতুয়া ও মা শিরিনকে ধাক্কা দেয়।
মিতুয়া স্থানীয় নলেজ আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণিতে লেখা পড়া করতো। তার বাবা মিলন পেশায় ঠিকাদার ও মা গৃহিণী।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ও আহত মা শিরিনকে গুরুতর আহত অবস্থায় হাতপাতালে ভর্তি রাখা হয়েছে।