নিউজ মিডিয়া ২৪: ঢাকা: সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে অংশ নিলেও বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, জাতিসংঘের অধীনে হলেই কেবল যুদ্ধে যাবে বাংলাদেশ।
সৌদি আরব, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, সৌদি নেতৃত্বাধীন জোটে গিয়ে মাইন পরিষ্কার বা অন্য কাজগুলো করবে বাংলাদেশের সেনারা। কিন্তু তারা যুদ্ধ করবে না।
২০১৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় ‘আরব ন্যাটো’ হিসেবে অভিহিত মার্কিন মদদপুষ্ট এবং প্রধানত সুন্নি সম্প্রদায়ভুক্ত মুসলিম বিশ্বের সামরিক এ জোট। বাংলাদেশ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হলেও সৌদি আরবের নেতৃত্বে আইএস জঙ্গিদের বিরুদ্ধে মাঠ পর্যায়ের যুদ্ধে কোনো বাংলাদেশি সেনা পাঠানো হবে না বলে অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছে তারা। তবে একইসঙ্গে রিয়াদকে আশ্বস্ত করে তারা এও বলেছে, মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র মক্কা ও মদিনার দুটি মসজিদের ওপর কোনো হুমকি এলে তারা সর্বদাই তার হেফাজতে সেনা পাঠাতে প্রস্তুত।